জবুর শরীফ 91 কিতাবুল মোকাদ্দস (BACIB)

জবুর

1. যে ব্যক্তি সর্বশক্তিমানের অন্তরালে থাকে,সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে।

2. আমি মাবুদের বিষয়ে বলবো,‘তিনি আমার আশ্রয়, আমার দুর্গ,আমার আল্লাহ্‌, আমি তাঁতে নির্ভর করবো’।

3. হ্যাঁ, তিনিই তোমাকে ব্যাধের ফাঁদ থেকে,ও সর্বনাশক মহামারী থেকে রক্ষা করবেন।

4. তিনি তাঁর পালকে তোমাকে আবৃত করবেন,তাঁর পাখার নিচে তুমি আশ্রয় পাবে;তাঁর বিশ্বস্ততা হল ঢাল ও রক্ষাকারী প্রাচীরস্বরূপ।

5. তুমি ভয় পাবে না— রাতের ত্রাস থেকে,দিনে উড্‌ডীয়মান তীর থেকে,

6. অন্ধকারে বিচরণকারী মহামারী থেকে,মধ্যাহ্নের সাংঘাতিক ব্যাধি থেকে।

7. পড়বে তোমার পাশে হাজার জন,তোমার দক্ষিণে দশ হাজার জন,কিন্তু সেটি তোমার কাছে আসবে না।

8. তুমি কেবল স্বচক্ষে নিরীক্ষণ করবে,দুষ্টদের প্রতিফল দেখবে।

9. ‘হাঁ, মাবুদ, তুমিই আমার আশ্রয়’।তুমি সর্বশক্তিমানকে তোমার বাসস্থান করেছ;

10. তোমার কোন বিপদ ঘটবে না,কোন উৎপাত তোমার তাঁবুর কাছে আসবে না।

11. কারণ তিনি তাঁর ফেরেশতাদেরকে তোমার বিষয়ে হুকুম দেবেন,যেন তাঁরা তোমার সমস্ত পথে তোমাকে রক্ষা করেন।

12. তাঁরা তোমাকে হাতে করে তুলে নেবেন,যেন তোমার চরণে পাথরের আঘাত না লাগে।

13. তুমি সিংহ ও সাপের উপর পা দেবে,তুমি যুবসিংহ ও নাগকে পদতলে দলবে।

14. ‘সে আমাতে আসক্ত, সেজন্য আমি তাকে বাঁচাব;আমি তাকে উচ্চে স্থাপন করবো,কারণ সে আমার নাম জ্ঞাত হয়েছে।

15. সে আমাকে ডাকবে, আমি তাকে উত্তর দেব;আমি সঙ্কটে তার সঙ্গে থাকব;আমি তাকে উদ্ধার করবো, গৌরবান্বিতও করবো।

16. আমি দীর্ঘ আয়ু দিয়ে তাকে তৃপ্ত করবো,আমার নাজাত তাকে দেখাব।’