জবুর শরীফ 37 কিতাবুল মোকাদ্দস (BACIB)

জবুর

1. তুমি দুরাচারদের বিষয়ে রুষ্ট হয়ো না;অধর্মাচারীদের প্রতি ঈর্ষা করো না।

2. কেননা তারা ঘাসের মত শীঘ্র ছিন্ন হবে,সবুজ ঘাসের মত ম্লান হবে।

3. মাবুদের উপর নির্ভর রাখ, সদাচরণ কর,তবে দেশে বাস করবে, নিরাপত্তার জন্য আনন্দ করবে।

4. আর মাবুদে আনন্দ কর,তিনি তোমার সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ করবেন।

5. তোমার গতি মাবুদের উপর অর্পণ কর,তাঁর ওপর নির্ভর কর, তিনিই কাজ সাধন করবেন।

6. তিনি আলোর মত তোমার ধার্মিকতা,মধ্যাহ্ন কালের মত তোমার বিচার প্রকাশ করবেন।

7. মাবুদের কাছে নীরব হও, তাঁর অপেক্ষায় থাক;যে তার পথে কৃতকার্য হয়, তার বিষয়ে,যে ব্যক্তি কুসঙ্কল্প করে, তার বিষয়ে রুষ্ট হয়ো না।

8. ক্রোধ থেকে নিবৃত্ত হও, ক্রোধ ত্যাগ কর,রুষ্ট হয়ো না, হলে কেবল দুষ্কার্য করবে।

9. কারণ দুরাচারেরা উচ্ছিন্ন হবে,কিন্তু যারা মাবুদের অপেক্ষা করে,তারাই দেশের অধিকারী হবে।

10. আর ক্ষণকাল পরে দুষ্ট লোক আর থাকবে না,তুমি তার স্থান তত্ত্ব করবে, কিন্তু তাকে পাবে না।

11. কিন্তু মৃদুশীলেরা দেশের অধিকারী হবে,এবং প্রচুর শান্তির দরুন আনন্দ করবে।

12. দুষ্ট লোক ধার্মিকের প্রতিকূলে কুসঙ্কল্প করে,তার বিরুদ্ধে দাঁতে দাঁত ঘর্ষণ করে।

13. প্রভু তাকে উপহাস করবেন,কেননা তিনি দেখেন, তার দিন আসছে।দুষ্টেরা তলোয়ার কোষমুক্ত করেছে ও ধনুক আকর্ষণ করেছে,

14. যেন দুঃখী ও দরিদ্রকে নিপাত করতে পারে,যেন সরলপথগামীদেরকে খুন করতে পারে,

15. তাদের তলোয়ার তাদেরই হৃদয়ে প্রবেশ করবে,তাদের ধনুক ভেঙ্গে যাবে।

16. ধার্মিকের অল্প সম্পত্তি ভাল,সমস্ত দুষ্ট লোকের বহু ধনরাশি অপেক্ষা ভাল।

17. কারণ দুষ্টদের বাহু ভেঙ্গে যাবে;কিন্তু মাবুদ ধার্মিকদের ধরে রাখেন।

18. মাবুদ সিদ্ধদের সমস্ত দিন জানেন;তাদের অধিকার চিরকাল থাকবে।

19. তারা বিপদের সময় লজ্জিত হবে না,দুর্ভিক্ষের সময়ে তৃপ্ত হবে।

20. কিন্তু দুষ্টরা বিনষ্ট হবে,মাবুদের দুশমনেরা মাঠের সবুজ ঘাসের সৌন্দর্যের মতই;তারা অন্তর্হিত, ধোঁয়ার মত মিলিয়ে যাবে।

21. দুষ্ট ঋণ করে পরিশোধ করে না,কিন্তু ধার্মিক দয়াবান ও দানশীল।

22. কেননা তাঁর দোয়ার পাত্রেরাদেশের অধিকারী হবে,কিন্তু তাঁর বদদোয়ার পাত্রেরা উচ্ছিন্ন হবে।

23. মাবুদ কর্তৃক মানুষের পদক্ষেপগুলো স্থিরীকৃত হয়,তার পথে তিনি প্রীত।

24. পড়ে গেলেও সে ভূতলশায়ী হবে না;কেননা মাবুদ তার হাত ধরে রাখেন।

25. আমি যুবক ছিলাম, এখন বৃদ্ধ হয়েছি,কিন্তু ধার্মিককে পরিত্যক্ত হতে দেখি নি,তার বংশকে খাদ্য ভিক্ষা করতে দেখি নি।

26. সেসব দিন রহম করে ও ধার দেয়,তার বংশ দোয়া পায়।

27. তুমি মন্দ থেকে দূরে যাও,সদাচরণ কর, তাতে চিরকাল বাস করবে।

28. কেননা মাবুদ ন্যায়বিচার ভালবাসেন;তিনি তাঁর বিশ্বস্তদেরকে পরিত্যাগ করেন না;তারা চিরকাল সুরক্ষিত হয়;কিন্তু দুষ্টদের বংশ উচ্ছিন্ন হবে।

29. ধার্মিকেরা দেশের অধিকারী হবেতারা নিয়ত সেখানে বাস করবে।

30. ধার্মিকের মুখ জ্ঞানের কথা বলে,তার জিহ্বা ন্যায়বিচারের কথা বলে।

31. তার আল্লাহ্‌র শরীয়ত তার দিলে আছে;তার পদবিক্ষেপ টলবে না।

32. দুষ্ট লোক ধার্মিকের প্রতি লক্ষ্য রাখে,তাকে খুন করতে চেষ্টা করে।

33. মাবুদ তাকে ওর হাতে ছেড়ে দেবেন না,তার বিচারকালে তাকে দোষী করবেন না।

34. মাবুদের অপেক্ষায় থাক, তাঁর পক্ষে চল;তাতে তিনি তোমাকে দেশের অধিকারভোগের জন্য উন্নত করবেন;দুষ্টদের উচ্ছেদ হলে তুমি তা দেখতে পাবে।

35. আমি দুষ্টকে মহাক্ষমতাশালী দেখেছি,উৎপত্তি স্থানের সতেজ গাছের মত প্রসারিত দেখেছি।

36. কিন্তু আমি সেই পথে গেলাম, দেখ, সে নেই,আমি খোঁজ করলাম, কিন্তু তাকে পাওয়া গেল না।

37. নির্দোষদের কথা বিবেচনা কর,সরলকে নিরীক্ষণ কর;শান্তিপ্রিয় ব্যক্তির কাজের শেষে সুফল আছে।

38. কিন্তু অধর্মাচারীরা সকলেই বিনষ্ট হবে;দুষ্টদের শেষ ফল উচ্ছিন্ন হবে।

39. ধার্মিকদের উদ্ধার মাবুদ থেকে,তিনি সঙ্কটকালে তাদের আশ্রয়।

40. মাবুদ তাদের সাহায্য করেন, তাদেরকে রক্ষা করেন,তিনি দুষ্টদের থেকে তাদের রক্ষা করেন ও তাদের নাজাত করেন,কারণ তারা তাঁর আশ্রয় নিয়েছে।