জবুর শরীফ 82 কিতাবুল মোকাদ্দস (BACIB)

জবুর

1. আল্লাহ্‌ বেহেশতী সভায় তাঁর স্থান গ্রহণ করেছেন,তিনি দেবতাদের মধ্যে বিচার করেন।

2. তোমরা কতকাল অন্যায় বিচার করবে,ও দুষ্টলোকদের পক্ষপাতিত্ব করবে?[সেলা।]

3. দীনহীন ও এতিম লোকদের বিচার কর;দুঃখী ও নিপীড়িতদের প্রতি মত ব্যবহার কর।

4. দীনহীন ও দরিদ্রকে নিস্তার কর;দুষ্ট লোকদের হাত থেকে তাদেরকে উদ্ধার কর।

5. ওরা জানে না, বোঝে না, ওরা অন্ধকারে বিচরণ করে;দুনিয়ার সমস্ত ভিত্তিমূল টলটলায়মান হচ্ছে।

6. আমিই বলেছি, তোমরা দেবতা,তোমরা সকলে সর্বশক্তিমানের সন্তান;

7. কিন্তু তোমরা মানুষের মত মরবে,অন্যান্য শাসনকর্তাদের মতই তোমাদের পতন হবে।

8. হে আল্লাহ্‌, উঠ, দুনিয়ার বিচার কর;কারণ তুমিই সব জাতিকে অধিকার করবে।