জবুর শরীফ 137 কিতাবুল মোকাদ্দস (BACIB)

জবুর

1. ব্যাবিলনীয় নদীগুলোর তীরে,সেখানে আমরা বসতাম আর কাঁদতাম,যখন সিয়োনকে মনে পড়তো।

2. আমরা সেই স্থানের বাইশী গাছেনিজ নিজ বীণা টাঙ্গিয়ে রাখতাম।

3. কারণ যারা আমাদের বন্দী করে নিয়ে গেছে তারাআমাদের কাছে গজল শুনতে চাইত,আমাদের জুলুমকারীরা আনন্দের আওয়াজ শুনতে চাইত,বলতো, ‘আমাদের কাছে সিয়োনের একটা গজল গাও।’

4. আমরা কেমন করে বিজাতীয় ভূমিতেমাবুদের গজল গাইতে পারি?

5. জেরুশালেম, যদি আমি তোমাকে ভুলে যাই,আমার ডান হাতও আমাকে ভুলে যাক।

6. আমার জিহ্বা তালুতে সংলগ্ন হোক,যদি আমি তোমাকে মনে না করি,যদি আমার পরমানন্দ থেকে জেরুশালেমকে বেশি মহব্বত না করি।

7. হে মাবুদ, জেরুশালেমের পতনের দিনইদোম-সন্তানেরা কি করেছিল তা স্মরণ কর;তারা বলেছিল, ‘উৎপাটন কর, ওর মূল পর্যন্ত উৎপাটন কর।’

8. হে ব্যাবিলন-কন্যা, হে বিনাশপাত্রি,সুখী সেই, যে তোমাকে সেরকম প্রতিফল দেবে,যেরকম তুমি আমাদের প্রতি করেছ।

9. সুখী সেই, যে তোমার শিশুদেরকে ধরে,আর শৈলের উপরে আছড়ায়।