জবুর শরীফ 123 কিতাবুল মোকাদ্দস (BACIB)

জবুর

1. আমি তোমার দিকে চোখ তুলে তাকিয়ে থাকি,তুমিই বেহেশতে সমাসীন।

2. দেখ, মালিকের হাতের প্রতি যেমন গোলামদের দৃষ্টি,কর্ত্রীর হাতের প্রতি যেমন বাঁদীর দৃষ্টি,তেমনি আমাদের আল্লাহ্‌ মাবুদের প্রতি আমাদের দৃষ্টি,যত দিন না তিনি আমাদের প্রতি করুণা করেন।

3. আমাদের করুণা কর, হে মাবুদ, করুণা কর,কেননা আমরা অবজ্ঞায় নিতান্ত পূর্ণ হয়েছি।

4. আমাদের প্রাণ নিতান্ত পূর্ণ হয়েছে,আরামে থাকা লোকদের বিদ্রূপে,অহঙ্কারীদের অবজ্ঞায়।