জবুর শরীফ 33 কিতাবুল মোকাদ্দস (BACIB)

জবুর

1. ধার্মিকগণ মাবুদে আনন্দ ধ্বনি কর;প্রশংসা করা সরল লোকদের উপযুক্ত।

2. তোমরা বীণাতে মাবুদের প্রশংসা-গজল কর,দশতন্ত্রী নেবলে তাঁর উদ্দেশে গজল গাও।

3. তাঁর উদ্দেশে নতুন গজল গাও,জয়ধ্বনিসহ মনোহর বাদ্য কর।

4. কেননা মাবুদের কালাম যথার্থ,তাঁর সকল কাজ বিশ্বস্ততাসিদ্ধ।

5. তিনি ধার্মিকতা ও ন্যায়বিচার ভালবাসেন;দুনিয়া মাবুদের অটল মহব্বতে পরিপূর্ণ।

6. আসমান নির্মিত হল মাবুদের কালামে,তার সমস্ত বাহিনী তাঁর মুখের শ্বাসে।

7. তিনি সমুদ্রের জলরাশি একস্থানে সঞ্চিত করেন,তিনি সমস্ত জলধি ভাণ্ডারে রাখেন।

8. সমস্ত দুনিয়া মাবুদকে ভয় করুক;দুনিয়ার নিবাসী সকলে তাঁর থেকে ভীত হোক।

9. তিনি কথা বললেন, আর উৎপত্তি হল,তিনি হুকুম করলেন, আর স্থিতি হল।

10. মাবুদ জাতিদের মন্ত্রণা ব্যর্থ করেন,তিনি লোকবৃন্দের সমস্ত সঙ্কল্প বিফল করেন।

11. মাবুদের মন্ত্রণা চিরকাল স্থির থাকে,তাঁর অন্তরের সঙ্কল্প পুরুষানুক্রমে স্থায়ী।

12. সুখী সেই জাতি, যার আল্লাহ্‌ মাবুদ,সেই লোকসমাজ, যাকে তিনি নিজেরঅধিকারের জন্য মনোনীত করেছেন।

13. মাবুদ বেহেশত থেকে দৃষ্টিপাত করেন,তিনি সমস্ত মানবজাতিকে নিরীক্ষণ করেন।

14. তিনি তাঁর বাসস্থান থেকে দৃষ্টিপাত করেনদুনিয়ার সমস্ত নিবাসীর উপরে।

15. তিনি একে একে তাদের হৃদয় গঠন করেন,তিনি তাদের সমস্ত কাজ আলোচনা করেন।

16. কোন বাদশাহ্‌ মহাসৈন্য দ্বারা উদ্ধার পায় না;বীর মহাশক্তি দ্বারা নিস্তার পায় না;

17. ত্রাণের জন্য ঘোড়া মিথ্যা,সে তার মহাশক্তিতে রক্ষা করতে পারে না।

18. দেখ, মাবুদের দৃষ্টি তাদের উপরে,যারা তাঁকে ভক্তিপূর্ণ ভয় করে,যারা তাঁর অটল মহব্বতের প্রতীক্ষা করে,

19. মৃত্যু থেকে তাদের প্রাণ রক্ষা করার জন্য,দুর্ভিক্ষে তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য।

20. আমাদের প্রাণ মাবুদের অপেক্ষায় রয়েছে;তিনিই আমাদের সহায় ও আমাদের ঢাল।

21. হ্যাঁ, আমাদের অন্তর তাঁতেই আনন্দ করবে,কেননা আমরা তাঁর পবিত্র নামের উপর ঈমান এনেছি।

22. হে মাবুদ, তোমার অটল মহব্বত আমাদের উপরে বর্ষিত হোক,কেননা আমরা তোমার অপেক্ষা করেছি।