জবুর শরীফ 101 কিতাবুল মোকাদ্দস (BACIB)

জবুর

1. আমি রহম ও ন্যায়বিচারের বিষয় গাইব;হে মাবুদ, তোমারই প্রশংসা গান করবো।

2. আমি বিবেচনাপূর্বক সিদ্ধপথে গমন করবো;তুমি কবে আমার কাছে আসবে?আমার গৃহমধ্যে আমি হৃদয়ের সিদ্ধতায় চলবো।

3. আমি কোন জঘন্য পদার্থ চোখের সামনে রাখবো না,আমি বিপথগামীদের কাজ ঘৃণা করি,তা আমাতে লিপ্ত হবে না।

4. কুটিল অন্তঃকরণ আমা থেকে দূরে থাকবে;নাফরমানীর সঙ্গে আমার পরিচয় হবে না।

5. যে জন গোপনে প্রতিবেশীর অপবাদ দেয়,তাকে আমি উচ্ছেদ করবো;যার অহংকারী দৃষ্টি ও গর্বিত হৃদয়, তাকে সহ্য করবো না।

6. দেশের বিশ্বস্ত লোকদের প্রতি আমার দৃষ্টি থাকবে;তারা আমার সঙ্গে বাস করবে;যে সিদ্ধ পথে চলে, সেই আমার পরিচারক হবে;

7. প্রতারণাকারী আমার গৃহমধ্যে বাস করবে না;মিথ্যাবাদী আমার চোখের সামনে স্থির থাকবে না।

8. প্রতি প্রভাতে আমি দেশস্থ সকল দুষ্টকে বিনষ্ট করবো;যেন সমস্ত দুর্বৃত্তকে মাবুদের নগর থেকে উচ্ছিন্ন করি।