জবুর শরীফ 130 কিতাবুল মোকাদ্দস (BACIB)

জবুর

1. হে মাবুদ, আমি গভীর তলদেশ থেকে তোমাকে ডেকেছি।

2. হে মালিক, আমার কথা শোন,আমার ফরিয়াদে তুমি কান দাও।

3. হে মাবুদ, তুমি যদি অপরাধগুলো ধর,তবে হে মালিক, কে দাঁড়াতে পারবে?

4. কিন্তু তোমার কাছে মাফ আছে,যেন লোকে তোমাকে ভক্তিপূর্ণ ভয় করে।

5. আমি মাবুদের অপেক্ষা করছি;আমার প্রাণ অপেক্ষা করছে;আমি তাঁর কালামে প্রত্যাশা করছি।

6. প্রহরীরা যেরূপ প্রত্যুষের,হ্যাঁ, প্রহরীরা যেরূপ প্রত্যুষের জন্য আকাঙ্খী,আমার প্রাণ প্রভুর জন্য তার চেয়েও বেশি আকাঙ্খা করে।

7. ইসরাইল, মাবুদের উপর প্রত্যাশা রাখ;কেননা মাবুদের কাছে অটল মহব্বত আছে;আর তাঁর কাছে সমপূর্ণ মুক্তি আছে।

8. আর তিনিই ইসরাইলকে মুক্ত করবেন,তার সমস্ত অপরাধ থেকে মুক্ত করবেন।