জবুর শরীফ 104 কিতাবুল মোকাদ্দস (BACIB)

জবুর

1. হে আমার প্রাণ, মাবুদের শুকরিয়া আদায় কর।হে মাবুদ, আমার আল্লাহ্‌, তুমি অতি মহান;তুমি গৌরব ও মহিমা পরিহিত।

2. তুমি কাপড়ের মত আলো পরিধান করেছ,আসমানকে চন্দ্রাতপের মত বিস্তার করেছ।

3. তিনি পানির উপর তাঁর উপরিস্থ কক্ষের কড়িকাঠ স্থাপন করেছেন,তিনি মেঘকে তাঁর রথ করে থাকেন,বায়ুর পাখার উপরে গমনাগমন করেন।

4. তিনি বায়ুগুলোকে তাঁর দূত,আগুনের শিখাকে তাঁর পরিচারক করেন।

5. তিনি দুনিয়াকে তার ভিত্তিমূলের উপরে স্থাপন করেছেন;তা অনন্তকালেও বিচলিত হবে না।

6. তুমি দুনিয়াকে কাপড়ের মত করে সাগরের পানি দিয়ে আচ্ছাদন করেছিলে;পর্বতমালার উপরে পানি দাঁড়িয়েছিল।

7. তোমার ভর্ৎসনায় সেই পানি পালিয়ে গেল,তোমার বজ্রনাদে তা বেগে প্রস্থান করলো।

8. পর্বতমালা উঁচু হল, উপত্যকা নিম্ন হল,তুমি পানির জন্য যে স্থান প্রস্তুত করেছিলে, পানি সেখানে গেল।

9. তুমি সীমা স্থাপন করেছ, যেন পানি তা অতিক্রম না করে,যেন ফিরে দুনিয়াকে আচ্ছন্ন না করে।

10. তিনি উপত্যকায় ফোয়ারার প্রবাহ প্রেরণ করে থাকেন;সেগুলো পর্বতমালার মধ্যে প্রবাহিত হয়।

11. সেগুলো মাঠের সমস্ত পশুকে পানি দেয়;বনগর্দভেরা তৃষ্ণা নিবারণ করে।

12. সেই সবের তীরে আসমানের পাখিরা বাসা করে,ডালের মধ্য থেকে গান গায়।

13. তিনি উপরের কক্ষ থেকে পর্বতে পানি সেচন করেন;তোমার কাজের ফলে দুনিয়া পরিতৃপ্ত হয়।

14. তিনি পশু পালের জন্য ঘাস অঙ্কুরিত করেন;মানুষের সেবার জন্য ওষধি অঙ্কুরিত করেন;এভাবে ভূমি থেকে খাদ্য উৎপন্ন করেন,

15. আর মানুষের অন্তরের আনন্দদায়ক আঙ্গুর-রস,মুখের প্রফুল্লতা-জনক তেল,ও মানুষের অন্তরের বল-সাধক খাদ্য উৎপন্ন করেন।

16. পরিতৃপ্ত হয়েছে মাবুদের গাছগুলো,লেবাননের সেই এরস গাছগুলো, যা তিনি রোপণ করেছেন।

17. তার মধ্যে ছোট পাখিরা বাসা করে;দেবদারু গাছ হাড়গিলার বাসস্থান।

18. উঁচু পর্বত সব বন্য ছাগলের আবাস,সমস্ত শৈল শাফন পশুর আশ্রয়।

19. তিনি ঋতুর জন্য চন্দ্র নির্মাণ করেছেন,সূর্য তার অস্তগমনের সময় জানে।

20. তুমি অন্ধকার করলে রাত হয়,তখন সমস্ত বন্যপশু ঘুরে বেড়ায়,

21. যুবসিংহরা শিকারের চেষ্টায় গর্জন করে,আল্লাহ্‌র কাছে তাদের খাদ্য খোঁজ করে।

22. সূর্য উদিত হলে তারা চলে যায়,নিজ নিজ গহ্বরে শয়ন করে।

23. মানুষ তার কাজে বের হয়,আর সন্ধ্যাকাল পর্যন্ত পরিশ্রম করে।

24. হে মাবুদ, তোমার নির্মিত বস্তু কেমন বহুবিধ!তুমি প্রজ্ঞা দ্বারা সেই সমস্ত নির্মাণ করেছ;দুনিয়া তোমার সম্পত্তিতে পরিপূর্ণ।

25. ঐ যে সমুদ্র, বিশাল ও চারদিকে বিস্তীর্ণ,সেখানে জলজ প্রাণীরা থাকে, তারা অগণ্য;ক্ষুদ্র ও প্রকাণ্ড কত জীবজন্তু থাকে।

26. সেখানে সমস্ত জাহাজ ভ্রমণ করে,সেখানে সেই লিবিয়াথন থাকে,যা তুমি সেখানে খেলা করার জন্য নির্মাণ করেছ।

27. এরা সকলেই তোমার অপেক্ষায় থাকে,যেন তুমি যথাসময়ে তাদের খাদ্য দাও।

28. তুমি তাদেরকে দিলে তারা সংগ্রহ করে;তুমি হাত খুললে তারা মঙ্গলে তৃপ্ত হয়।

29. তুমি নিজের মুখ আচ্ছাদন করলে তারা ভীষণ ভয় পায়;তুমি তাদের নিশ্বাস হরণ করলে তারা মৃত্যুবরণ করে,তাদের ধূলিতে ফিরে যায়।

30. তুমি নিজের রূহ্‌ পাঠালে তাদের সৃষ্টি হয়,আর তুমি ভূমিতল নবীন করে থাক।

31. মাবুদের গৌরব অনন্তকাল থাকুক,মাবুদ নিজের কাজে আনন্দ করুন।

32. তিনি দুনিয়ার প্রতি দৃষ্টিপাত করলে তা কাঁপে;তিনি পর্বতরাজিকে স্পর্শ করলে তারা ধূমায়িত হয়।

33. আমি সারা জীবন মাবুদের উদ্দেশে কাওয়ালী গাইব;আমি যতকাল বেঁচে থাকি,আমার আল্লাহ্‌র প্রশংসা গজল গাইব।

34. তাঁর কাছে আমার ধ্যান মধুর হোক;আমি মাবুদে আনন্দ করবো।

35. গুনাহ্‌গার লোকেরা দুনিয়া থেকে উচ্ছিন্ন হোক,দুষ্টরা আর না থাকুক।হে আমার প্রাণ, মাবুদের শুকরিয়া আদায় কর।মাবুদের প্রশংসা হোক!