জবুর শরীফ 44 কিতাবুল মোকাদ্দস (BACIB)

জবুর

1. হে আল্লাহ্‌, আমরা স্বকর্ণে শুনেছি,আমাদের পূর্বপুরুষেরা আমাদেরকে বলেছেন,তুমি পূর্বকালে তাঁদের সময়ে কাজ করেছিলে।

2. তুমি তোমার হাতে জাতিদেরকে অধিকারচ্যুত করেআমাদের পূর্বপুরুষদেরকেই রোপণ করেছিলে,তুমি লোকবৃন্দকে চূর্ণ করে তাঁদেরকেই উন্নত করেছিলে।

3. কেননা তাঁরা নিজেদের তলোয়ার দ্বারা দেশ অধিকার করেন নি,তাঁদের নিজের বাহু তাঁদেরকে নিস্তার করে নি;কিন্তু তোমার ডান হাত, তোমার বাহু ও তোমার মুখের প্রসন্নতা তা করেছিল,কারণ তাঁদের প্রতি তোমার মহব্বত ছিল।

4. হে আল্লাহ্‌, তুমিই আমার বাদশাহ্‌;তুমি ইয়াকুবকে বিজয় দান করতে হুকুম দাও।

5. তোমার দ্বারা আমরা আমাদের বিপক্ষদেরকে পরাস্ত করবো;যারা আমার বিরুদ্ধে উঠে, তাদেরকে তোমার নামে পদতলে দলবো।

6. যেহেতু আমি আমার ধনুকে নির্ভর করবো না,আমার তলোয়ার আমাকে নিস্তার করবে না।

7. কিন্তু তুমিই আমাদের দুশমনদের থেকে আমাদেরকে নিস্তার করেছ,আমাদের বিদ্বেষিদেরকে লজ্জিত করেছ।

8. আমরা সমস্ত দিন আল্লাহ্‌কে নিয়ে গর্ব করেছি,আর চিরকাল তোমার নামের প্রশংসা-গজল করবো। [সেলা।]

9. কিন্তু তুমি আমাদেরকে ত্যাগ করেছ, অপমানগ্রস্ত করেছ,আমাদের বাহিনীদের সঙ্গে যাত্রা কর না।

10. তুমি বিপক্ষ থেকে আমাদেরকে ফিরাচ্ছ;আমাদের বিদ্বেষীরা আমাদের সর্বস্ব লুট করছে।

11. তুমি আমাদের জবেহ্‌ করতে নেওয়া ভেড়ার মত তুলে দিয়েছ,আমাদেরকে জাতিদের মধ্যে ছিন্নভিন্ন করেছ।

12. তুমি তোমার লোকদের বিনামূল্যে বিক্রি করছো,তাদের জন্য কোন উঁচু মূল্য দাবী কর নি।

13. তুমি আমাদের প্রতিবেশীদের কাছে আমাদের তিরস্কারের বিষয়,আমাদের চারদিকের লোকদের কাছে উপহাস ও বিদ্রূপের পাত্র করেছে।

14. তুমি জাতিদের মধ্যে আমাদের প্রবাদের বিষয় করেছ,লোকবৃন্দের মধ্যে আমাদের অবজ্ঞার পাত্র করেছ।

15. সমস্ত দিন আমার অপমান আমার সম্মুখে থাকে,আমার মুখের লজ্জা আমাকে আচ্ছাদন করেছে,

16. তিরস্কারকারী ও নিন্দাকারীর রবের দরুন,দুশমন ও প্রতিহিংসাকারীর উপস্থিতির দরুণ।

17. আমাদের প্রতি এসব ঘটেছে;কিন্তু আমরা তোমাকে ভুলে যাই নি,তোমার নিয়মের বিষয়ে বেঈমানী করি নি;

18. আমাদের অন্তর ফিরে যায় নি,আমাদের পাদবিক্ষেপ তোমার পথ থেকে ভ্রষ্ট হয় নি।

19. তবুও তুমি আমাদেরকে শিয়ালদের স্থানে চূর্ণ করেছ,ঘন অন্ধকার আমাদের আচ্ছন্ন করেছে।

20. আমরা যদি আমাদের আল্লাহ্‌র নাম ভুলে গিয়ে থাকি,যদি অন্য দেবতার প্রতি দু’হাত তুলে থাকি,

21. তবে আল্লাহ্‌ কি তার সন্ধান পাবেন না?তিনি তো অন্তঃকরণের গুপ্ত বিষয় সবই জানেন।

22. হ্যাঁ, তোমার জন্য আমরা সমস্ত দিন নিহত হচ্ছি;আমাদেরকে জবেহ্‌ করতে নেওয়া ভেড়ার মত মত করে।

23. জাগ্রত হও, হে মালিক, কেন নিদ্রা যাও?উঠ, চিরকালের জন্য ত্যাগ করো না।

24. তুমি কেন তোমার মুখ আচ্ছাদন করছো?আমাদের দুঃখ ও দৌরাত্ম্যভোগ কেন ভুলে যাচ্ছ?

25. কেননা আমাদের প্রাণ ধূলিতে অবনত,আমাদের দেহ ভূমিতে লুটিয়ে পড়েছে।

26. আমাদের সাহায্যের জন্য উঠ,নিজের অটল মহব্বতের অনুরোধে আমাদের মুক্ত কর।