জবুর শরীফ 53 কিতাবুল মোকাদ্দস (BACIB)

জবুর

1. মূঢ় মনে মনে বলেছে, ‘আল্লাহ্‌ নেই’।তারা নষ্ট, তারা ঘৃণার যোগ্য অধর্ম করেছে;সৎকর্ম করে, এমন কেউ নেই।

2. আল্লাহ্‌ বেহেশত থেকে মানবজাতিকে প্রতি নিরীক্ষণ করলেন,দেখতে চাইলেন, বিবেচক কেউ আছে কিনা,আল্লাহ্‌র খোঁজ করে এমন কেউ আছে কি না।

3. সকলে বিপথে গেছে, একসঙ্গে সত্যভ্রষ্ট হয়েছে;সৎকর্ম করে, এমন কেউ নেই, এক জনও নেই।

4. দুর্বৃত্তদের কি কিছুই জ্ঞান নেই?তারা খাদ্য গ্রাস করার মত আমার লোকদেরকে গ্রাস করে,আর আল্লাহ্‌কে ডাকে না।

5. কিন্তু ভয়শূন্য স্থানে তারা নিদারুণ ভয় পেল;কেননা যারা তোমাকে অবরোধ করে,আল্লাহ্‌ তাদের অস্থি ছড়িয়ে ফেললেন,তুমি তাদেরকে লজ্জা দিয়েছ,কারণ আল্লাহ্‌ তাদেরকে অগ্রাহ্য করেছেন।

6. আহা! ইসরাইলের নাজাত সিয়োন থেকে উপস্থিত হোক;আল্লাহ্‌ যখন তাঁর লোকদের বন্দীদশা থেকে ফিরিয়ে আনবেন,তখন ইয়াকুব উল্লসিত হবে, ইসরাইল আনন্দ করবে।