গীতসংহিতা 97 পবিত্র বাইবেল (SBCL)

1. সদাপ্রভুই রাজা; পৃথিবী আনন্দ করুক, দূর-দূরান্তের অসংখ্য দ্বীপ খুশী হোক।

2. তাঁর চারপাশে মেঘ ও অন্ধকার দিয়ে ঘেরা;সততা ও ন্যায়বিচারের উপর তাঁর সিংহাসন দাঁড়িয়ে আছে।

3. তাঁর আগে আগে চলছে আগুন;সেই আগুন তাঁর চারদিকের সব শত্রুদের পুড়িয়ে ফেলছে।

4. তাঁর বিদ্যুতের ঝলকে জগৎ আলোময় হয়েছিল;তা দেখে পৃথিবী কেঁপেছিল।

5. সদাপ্রভুর সামনে, সমস্ত দুনিয়ার প্রভুর সামনেপাহাড়-পর্বত মোমের মত গলে গিয়েছিল।

6. মহাকাশ তাঁর ন্যায়ের কথা ঘোষণা করছে,আর সমস্ত জাতি তাঁর গৌরব দেখছে।

7. যারা মূর্তিপূজা করে আর দেব-দেবতা নিয়ে বড়াই করেতারা সবাই লজ্জায় পড়ুক;সদাপ্রভুর সামনে দেব-দেবীরা মাথা নীচু করুক।

8. হে সদাপ্রভু, তোমার ন্যায়বিচারের কথা শুনেসিয়োন আনন্দিত হয়েছে,যিহূদার গ্রামগুলো খুশী হয়েছে।

9. হে সদাপ্রভু, তুমি সমস্ত পৃথিবীর মহান ঈশ্বর;সমস্ত দেবতার অনেক উপরে তোমার স্থান।

10. যারা সদাপ্রভুকে ভালবাসে তারা অন্যায়কে ঘৃণা করুক;তিনিই তো তাঁর ভক্তদের প্রাণ রক্ষা করেনআর দুষ্টদের হাত থেকে তাদের উদ্ধার করেন।

11. ঈশ্বরভক্তদের জীবনে আলো দেওয়া হয়,আর যাদের অন্তর খাঁটি তাদের জীবনে আনন্দ দেওয়া হয়।