গীতসংহিতা 125 পবিত্র বাইবেল (SBCL)

উপরে ওঠার গান।

1. যারা সদাপ্রভুর উপর নির্ভর করে তারা সিয়োন পাহাড়ের মত অটল ও চিরকাল স্থায়ী।

2. যিরূশালেমের চারপাশ যেমন পাহাড়ে ঘেরাতেমনি করে সদাপ্রভু তাঁর লোকদের ঘিরে রাখেন,এখন রাখছেন এবং চিরকাল রাখবেন।

3. ঈশ্বরভক্ত লোকেরা যাতে অন্যায় কাজে হাত না দেয়সেজন্য ঈশ্বরের দেওয়া তাদের দেশের উপরদুষ্টদের রাজত্ব করতে দেওয়া হবে না।

4. হে সদাপ্রভু, যারা ভাল এবং অন্তরে খাঁটিতাদের তুমি মংগল কর;