গীতসংহিতা 60 পবিত্র বাইবেল (SBCL)

গান পরিচালকের সংকলনের জন্য। সুর- “শাপলার সাক্ষ্য।” দায়ূদের একটা শিক্ষা-মিক্‌তাম। অরাম-নহরয়িম ও অরাম-সোবার সংগে যখন দায়ূদের যুদ্ধ হয় এবং যোয়াব ফিরে এসে লবণ উপত্যকায় বারো হাজার ইদোমীয়কে মেরে ফেলেন, গানটা সেই সময়কার।

1. হে ঈশ্বর, তুমি আমাদের অগ্রাহ্য করেছ,আমাদের চুরমার করেছ;তুমি ভীষণ অসন্তুষ্ট হয়েছ,কিন্তু এবার তুমি আমাদের আগের অবস্থায় ফিরিয়ে আন।

2. তুমি দেশের উপর ভূমিকম্প এনেছ, ফাটল ধরিয়েছ;তুমি তার ফাটল বন্ধ কর, কারণ দেশ টলছে।

3. তোমার লোকদের তুমি দুর্দিন দেখিয়েছ;তুমি আমাদের এমন আংগুর-রস খাইয়েছযার দরুন আমরা মাতালের মত হাঁটছি।

4. যারা তোমাকে ভক্তি করে তাদের তুমি একটা পতাকা দিয়েছ,যাতে তা তুলে ধরা যায় সত্যের পক্ষে। [সেলা]

5. তোমার শক্তিশালী হাত বাড়িয়ে আমাদের তুমি উদ্ধার কর;আমার ডাকে সাড়া দাওযেন তুমি যাদের ভালবাস তারা উদ্ধার পায়।

6. ঈশ্বর তাঁর পবিত্রতার নাম করে বলেছেন,“আমি আনন্দের সংগে শিখিম ভাগ করে দেব,সুক্কোতের উপত্যকার জায়গা জরীপ করে ভাগ করে দেব।

7. গিলিয়দ আমার, মনঃশিও আমার;ইফ্রয়িম যেন আমার মাথার লোহার টুপী,আর যিহূদা আমার রাজদণ্ড।

8. মোয়াব আমার পা ধোওয়ার পাত্র;আমি ইদোমের উপরে আমার পায়ের জুতা ফেলব;আর পলেষ্টিয়া, আমার জন্য তুমি চিৎকার করে ওঠো।”

9. কে আমাকে ঐ শহরে নিয়ে যাবে যেখানে ঢোকা শক্ত?কে আমাকে পথ দেখিয়ে ইদোমে নিয়ে যাবে?

10. হে ঈশ্বর, তুমি কি আমাদের বাতিল কর নি?আমাদের সৈন্যদলের সংগে তুমি তো আর যাও না।

11. হে ঈশ্বর, শত্রুর বিরুদ্ধে তুমি আমাদের সাহায্য কর,কারণ মানুষের সাহায্যের তো কোন দাম নেই।