গীতসংহিতা 128 পবিত্র বাইবেল (SBCL)

উপরে ওঠার গান।

1. ধন্য তারা, যারা সদাপ্রভুকে ভক্তিপূর্ণ ভয় করেআর তাঁর পথে চলে।

2. তোমার নিজের হাতের পরিশ্রমের ফল তুমি ভোগ করবে;তুমি সুখী হবে আর তোমার মংগল হবে।

3. তোমার বাড়ীর ভিতরের ঘরে তোমার স্ত্রীফলে ভরা আংগুর গাছের মত হবে;তোমার খাবার টেবিলের চারপাশেতোমার সন্তানেরা হবে জলপাই গাছের চারার মত।

4. সত্যিই, সদাপ্রভুকে যে ভক্তিপূর্ণ ভয় করেসে এইভাবে আশীর্বাদ পাবে।

5. সিয়োন থেকে সদাপ্রভু তোমাকে আশীর্বাদ করুন;তোমার সারা জীবন ধরে তুমি যেন যিরূশালেমের মংগলদেখতে পাও।