গীতসংহিতা 87 পবিত্র বাইবেল (SBCL)

কোরহের বংশের একটা গান। একটা গীত।

1. সদাপ্রভু পবিত্র পাহাড়শ্রেণীর উপরে তাঁর শহর স্থাপন করেছেন।

2. যাকোব-বংশের অন্য সব বাসস্থানের চেয়েতিনি সিয়োনের ফটকগুলো ভালবাসেন।

3. হে ঈশ্বরের শহর, তোমার সম্বন্ধেঅনেক গৌরবের কথা বলা হয়েছে। [সেলা]

4. সদাপ্রভু বলছেন, “যারা আমাকে সত্যিই জানেতাদের বিষয় বলার সময় আমি রহব ও বাবিলের কথা বলব,আর ঐ যে পলেষ্টীয়া, সোর ও কূশ, তাদের কথাও বলব,‘এরা প্রত্যেকেই যেন সিয়োনে জন্মেছে।’ ”

5. আর সিয়োনের ব্যাপারে বলা হবে,“বিভিন্ন জাতির লোক তার মধ্যে জন্মেছে;মহান ঈশ্বর নিজেই সিয়োনকে তুলে ধরবেন।”

6. সদাপ্রভু জাতির তালিকা করার সময় এই কথা বলবেন,“এ সিয়োনে জন্মেছে।” [সেলা]