গীতসংহিতা 73 পবিত্র বাইবেল (SBCL)

তৃতীয় খণ্ড

আসফের গান।

1. যাদের অন্তর খাঁটি সেই ইস্রায়েলীয়দের পক্ষেঈশ্বর সত্যিই মংগলময়।

2. কিন্তু আমি প্রায় পড়ে গিয়েছিলাম;আমার পা প্রায় পিছলে গিয়েছিল।

3. আমি দেখলাম, দুষ্টেরা বেশ সুখে আছে,সেজন্য ঐ সব অহংকারীদের দেখে আমার হিংসা হয়েছিল;

4. কারণ মরণকালে তারা যন্ত্রণা পায় নাআর তাদের দেহও বেশ মোটাসোটা থাকে।

5. অন্য লোকেরা যেমন বিপদে পড়ে তেমনি তারা বিপদে পড়ে না;অন্যেরা যেমন কষ্ট ভোগ করে তেমনি তারা কষ্ট ভোগ করে না।

6. সেজন্য অহংকার হয় তাদের গলার হার,আর অত্যাচার হয় তাদের গায়ের কাপড়।

7. চর্বির ঠেলায় তাদের চোখ বেরিয়ে এসেছে;তাদের মনের কুমতলব উপ্‌চে পড়ছে।

8. তাদের কথায় বিদ্রূপ আর হিংসা রয়েছে;অহংকারের বশে তারা অত্যাচারের ভয় দেখায়।

9. তারা স্বর্গের বিরুদ্ধে কথা বলেআর সারা দুনিয়ায় তাদের বড় বড় কথা ছড়িয়ে পড়ে।

10. সেজন্য ঈশ্বরের লোকেরা মন্দ পথে ফিরে যায়আর সেই সব কথা প্রচুর পরিমাণে গিলতে থাকে।

11. তারা বলে, “ঈশ্বর কি করে জানবেন?মহান ঈশ্বরের মধ্যে জ্ঞান বলতে কি কিছু আছে?”

12. এরাই হল সেই দুষ্ট লোকেরাযারা আরামে থেকে ধন-সম্পত্তি বাড়িয়েছে।

13. আমার অন্তরকে আমি মিছামিছি খাঁটি রেখেছি,আমার হাত মিথ্যাই আমি নির্দোষ রেখেছি।

14. সারা দিন ধরে আমি কষ্ট ভোগ করেছি;প্রতিদিন সকাল বেলায় শাস্তি পেয়েছি।

15. যদি এই সব কথা আমি লোকদের কাছে বলতাম,তবে এই কালের তোমার লোকদের কাছেআমি অবিশ্বস্ত হতাম।

16. আমি যখন এ সব ব্যাপারে বুঝবার চেষ্টা করলামতখন আমার মনকে তা কষ্ট দিতে লাগল;

17. কিন্তু যখন আমি ঈশ্বরের পবিত্র জায়গায় গেলামতখন তাদের শেষ দশার কথা বুঝতে পারলাম।

18. তুমি সত্যিই তাদের পিছল জায়গায় রেখেছআর ধ্বংসের মধ্যে ফেলেছ।

19. কেমন হঠাৎ তারা ধ্বংস হয়ে যায়আর ভয় জাগানো বিপদের মধ্যে একেবারে শেষ হয়ে যায়।

20. ঘুম ভাঙ্গলে মানুষের কাছে স্বপ যেমন তুচ্ছ হয়ে যায়,তেমনি হে প্রভু, তুমি জাগলে তারাও তোমার কাছে তুচ্ছ হয়ে যাবে।

21. যখন আমার মন তেতো হয়ে উঠেছিলআর অন্তরে আঘাত লেগেছিল,

22. তখন আমি অসাড় ও অবুঝ হয়ে পড়েছিলামআর তোমার কাছে বুদ্ধিহীন পশুর সমান হয়েছিলাম।

23. তবুও আমি সব সময় তোমার সংগেই আছি;তুমিই আমার ডান হাত ধরে রেখেছ।

24. তোমার নির্দেশের মধ্য দিয়ে তুমি আমাকে চালাবে,আর শেষে তোমার মহিমার মধ্যে আমাকে গ্রহণ করবে।

25. স্বর্গে তুমিই আমার সব;তোমাকে পেয়ে পৃথিবীতেও আমার চাওয়ার আর কিছু নেই।

26. আমার দেহ ও মন ক্ষয় হয়ে যেতে পারে,কিন্তু ঈশ্বরই আমার অন্তরের শক্তিআর আমার চিরকালের সম্পত্তির ভাগ।

27. যারা তোমার কাছ থেকে দূরে সরে গেছে,তারা শেষ হয়ে যাবে;যারা তোমার প্রতি অবিশ্বস্ততুমি তাদের ধ্বংস করে ফেলবে।