গীতসংহিতা 52 পবিত্র বাইবেল (SBCL)

গান পরিচালকের সংকলনের জন্য। দায়ূদের মস্কীল-গান। ইদোমীয় দোয়েগ এসে যখন শৌলকে খবর দিল যে, দায়ূদ অহীমেলকের ঘরে গেছেন গানটা সেই সময়কার।

1. ওহে শক্তিশালী যোদ্ধা, কেন তুমি মন্দ বিষয় নিয়ে গর্ব করছ?ঈশ্বরের অটল ভালবাসার তো শেষ নেই।

2. তোমার জিভ্‌ দিয়ে ধ্বংসের পরিকল্পনার কথা বেরিয়ে আসছে;হে ছলনাকারী, তোমার জিভ্‌ যেন শান দেওয়া ক্ষুর।

3. তুমি ভালোর চেয়ে মন্দ ভালবাস,আর ভালবাস সত্যের চেয়ে মিথ্যা কথা বলা। [সেলা]

4. ওহে ছলনাকারী জিভ্‌,যে কথা ধ্বংস আনে তুমি তা-ই পছন্দ কর।

5. কিন্তু ঈশ্বর তোমাকে চিরদিনের জন্য ধ্বংস করবেন;তিনি তোমাকে টেনে আনবেন,তোমার তাম্বু থেকে ছিনিয়ে আনবেন,জীবিতদের দেশ থেকে তোমাকে উপ্‌ড়ে ফেলবেন। [সেলা]

6. এ সব দেখে ঈশ্বরভক্তদের প্রাণে ভক্তিপূর্ণ ভয় জাগবে;তারা তোমাকে ঠাট্টা করে বলবে,

7. “ঐ দেখ, ঐ লোকটি ঈশ্বরকে তার আশ্রয়-দুর্গ করে নি;তার প্রচুর ধন-সম্পদের উপর সে নির্ভর করেছেআর মন্দ কামনা-বাসনার শক্তি দিয়ে নিজেকে শক্তিশালী করেছে।”

8. কিন্তু আমি ঈশ্বরের ঘরে বাড়তে থাকা জলপাই গাছের মত;আমি সব সময় ঈশ্বরের অটল ভালবাসার উপর নির্ভর করে থাকি।