গীতসংহিতা 136 পবিত্র বাইবেল (SBCL)

1. সদাপ্রভুকে ধন্যবাদ দাও, কারণ তিনি মংগলময়;- তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী-

2. ঈশ্বর, যিনি সব দেবতার চেয়েও মহান তাঁকে ধন্যবাদ দাও;- তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী-

3. প্রভু, যিনি সব প্রভুদের চেয়েও মহান তাঁকে ধন্যবাদ দাও;- তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী।

4. যিনি একাই সব বড় বড় আশ্চর্য কাজ করেন তাঁকে ধন্যবাদ দাও;- তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী-

5. যিনি তাঁর বুদ্ধি দিয়ে আকাশ তৈরী করেছেন তাঁকে ধন্যবাদ দাও;- তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী-

6. যিনি জলের উপরে ভূমি স্থাপন করেছেন তাঁকে ধন্যবাদ দাও;- তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী-

7. যিনি বড় বড় আলোর সৃষ্টি করেছেন তাঁকে ধন্যবাদ দাও;- তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী-

8. তিনি দিনের উপর রাজত্ব করার জন্য সূর্য সৃষ্টি করেছেন;- তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী-

9. তিনি রাতের উপর রাজত্ব করার জন্যচাঁদ ও তারা সৃষ্টি করেছেন;- তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী।

10. যিনি মিসরীয়দের প্রথম সন্তানদের আঘাত করেছিলেনতাঁকে ধন্যবাদ দাও;- তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী-

11. যিনি তাদের মধ্য থেকে ইস্রায়েলীয়দের বের করে এনেছিলেনতাঁকে ধন্যবাদ দাও;- তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী-

12. তিনি কঠোর ও শক্তিশালী হাত দিয়েতাদের বের করে এনেছিলেন;- তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী।

13. যিনি লোহিত সাগরকে দু’ভাগ করেছিলেন তাঁকে ধন্যবাদ দাও;- তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী-

14. তিনি ইস্রায়েলীয়দের সাগরের মধ্য দিয়ে পার করে এনেছিলেন;- তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী-

15. কিন্তু ফরৌণ ও তাঁর সৈন্যদলকে তিনি লোহিত সাগরেফেলে দিয়েছিলেন;- তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী।

16. যিনি তাঁর লোকদের মরু-এলাকার মধ্য দিয়ে নিয়ে গিয়েছিলেনতাঁকে ধন্যবাদ দাও;- তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী-

17. যিনি বড় বড় রাজাদের আঘাত করেছিলেন তাঁকে ধন্যবাদ দাও;- তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী-

18. তিনি শক্তিশালী রাজাদের মেরে ফেলেছিলেন;- তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী-

19. তিনি ইমোরীয়দের রাজা সীহোনকে মেরে ফেলেছিলেন;- তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী-

20. তিনি বাশনের রাজা ওগকে মেরে ফেলেছিলেন;- তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী-

21. তিনি তাদের দেশ অধিকার হিসাবে দিয়ে দিয়েছিলেন;- তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী-

22. তিনি তাদের দেশ অধিকার হিসাবেতাঁর সেবাকারী ইস্রায়েলীয়দের দিয়েছিলেন;- তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী।

23. যিনি আমাদের নীচু অবস্থায় আমাদের কথা মনে করলেনতাঁকে ধন্যবাদ দাও;- তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী-

24. যিনি শত্রুদের হাত থেকে আমাদের উদ্ধার করলেনতাঁকে ধন্যবাদ দাও;- তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী-

25. যিনি সমস্ত প্রাণীকে খাবার দেন তাঁকে ধন্যবাদ দাও;- তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী।