1. হে ইয়াকুবের কুল, এই কথা শোন;তোমরা তো ইসরাইল নামে আখ্যাত,এহুদা-জলাশয় থেকে নিঃসৃত;তোমরা মাবুদের নাম নিয়ে শপথ করে থাক,ইসরাইলের আল্লাহ্কে স্বীকার করে থাক,কিন্তু সত্যে নয় ও ধার্মিকতায় নয়।
2. কারণ তারা পবিত্র নগরের লোক বলে পরিচয় দেয়,ইসরাইলের আল্লাহ্র উপরে নির্ভর করে;তাঁর নাম বাহিনীগণের মাবুদ।
3. আগের বিষয়গুলো আমি সেকাল থেকে জানি;সেগুলো আমার মুখ থেকে বের হয়েছিল,আমি তা জানাতাম;আমি অকস্মাৎ সাধন করলাম, সেগুলো উপস্থিত হল।
4. কারণ আমি জানতাম যে, তুমি অবাধ্য,তোমার ঘাড় লোহার শলাকার মত,তোমার কপাল ব্রোঞ্জের;
5. এজন্য আমি আগে থেকে তোমাকে তার সংবাদ দিয়েছি,উপস্থিত হবার আগে তা তোমাকে শুনিয়েছি;পাছে তুমি বল, আমার মূর্তি এই করেছে,আমার খোদাই-করা মূর্তি ও আমার ছাঁচে ঢালা মূর্তি এই হুকুম দিয়েছে।
6. তুমি শুনেছ, এ সব দেখ;তোমরা কি তা জানাবে না?এখন থেকে আমি তোমাকে নতুন নতুন কথা শোনাই,সেসব নিগূঢ়, তুমি জানতে পার নি।
7. সেসব এখনই সৃষ্ট হল, আগে থেকে ছিল না;আজকের আগে তুমি সেসব শোন নি;পাছে তুমি বল যে, আমি সেসব জানতাম।
8. তুমি তো শোন নি, জানও নি,আগে থেকে তোমার কান খোলাও হয় নি;কেননা আমি জেনেছিলাম, তুমি নিতান্ত বিশ্বাসঘাতক,গর্ভ থেকে অধর্মাচারী বলে আখ্যাত।
9. আমি আমার নামের অনুরোধে ক্রোধ সম্বরণ করবো,নিজের প্রশংসার্থে তোমার প্রতি সংযত হব,তোমাকে উচ্ছেদ করবো না।