হে ইয়াকুবের কুল, এই কথা শোন;তোমরা তো ইসরাইল নামে আখ্যাত,এহুদা-জলাশয় থেকে নিঃসৃত;তোমরা মাবুদের নাম নিয়ে শপথ করে থাক,ইসরাইলের আল্লাহ্কে স্বীকার করে থাক,কিন্তু সত্যে নয় ও ধার্মিকতায় নয়।