এজন্য আমি আগে থেকে তোমাকে তার সংবাদ দিয়েছি,উপস্থিত হবার আগে তা তোমাকে শুনিয়েছি;পাছে তুমি বল, আমার মূর্তি এই করেছে,আমার খোদাই-করা মূর্তি ও আমার ছাঁচে ঢালা মূর্তি এই হুকুম দিয়েছে।