4. সে মেঘশূন্য ভোরে ওঠা সূর্যের আলোর মত;বৃষ্টির পরে সূর্যের যে আলোতেমাটি থেকে ঘাস গজায়সে তারই মত।’
5. ঈশ্বরের কাছে আমার বংশ কি তেমন নয়?আমার জন্য তিনি তো একটাচিরস্থায়ী ব্যবস্থা করেছেন।সেই ব্যবস্থার সব কথা ঠিকভাবেসাজানো এবং সুরক্ষিত।আমার উদ্ধার তিনি সফল করবেন,আমার ইচ্ছা তিনি পূরণ করবেন।
6. কিন্তু দুষ্ট লোকেরা সবাই উপ্ড়ে ফেলাকাঁটার মত,যাদের হাত দিয়ে ধরা যায় না।