সদাপ্রভু তাঁর রাজাকে অনেকবারমহাজয় দান করেন;হ্যাঁ, তাঁর অভিষেক করা লোকের প্রতি,দায়ূদ ও তাঁর বংশধরদের প্রতি,তিনি চিরকাল তাঁর অটল ভালবাসা দেখান।