48. তিনিই অন্য জাতিদেরআমার অধীনে আনেনআর আমার হয়ে তাদেরপাওনা শাস্তি দেন।
49. তিনি শত্রুদের হাত থেকেআমাকে রক্ষা করেন।হে ঈশ্বর, তুমি আমাকেশত্রুদের উপরে তুলেছ,অত্যাচারী লোকদের হাত থেকেতুমিই আমাকে রক্ষা করেছ।
50. হে সদাপ্রভু,এইজন্য অন্য জাতিদের মধ্যেআমি তোমার গৌরব প্রকাশ করবআর তোমার সুনাম গাইব।
51. সদাপ্রভু তাঁর রাজাকে অনেকবারমহাজয় দান করেন;হ্যাঁ, তাঁর অভিষেক করা লোকের প্রতি,দায়ূদ ও তাঁর বংশধরদের প্রতি,তিনি চিরকাল তাঁর অটল ভালবাসা দেখান।