1. তারপর হান্না প্রার্থনা করে বললেন,“সদাপ্রভুকে নিয়েই আমি আনন্দ করি;সদাপ্রভুই আমাকে জয় দান করেছেন।আমার শত্রুদের সামনেই আমি মুখ খুলেআনন্দ-গান করছি;তুমি আমাকে শত্রুদের হাত থেকেউদ্ধার করেছ বলেআমি আনন্দিতা।
2. সদাপ্রভুর মত পবিত্র আর কেউ নেই,কারণ তুমি ছাড়া আর কোন ঈশ্বর নেই;আমাদের ঈশ্বরের মতআশ্রয়-পাহাড় আর নেই।
3. তোমরা আর গর্বের কথা বোলো না,অহংকারের কথা তোমাদের মুখ থেকেবের না হোক;কারণ সদাপ্রভু এমন ঈশ্বর যিনি সবকিছু জানেন,আর তিনিই কাজের ওজন করেন।
4. শক্তিমানদের ধনুক ভেংগে গেছে,কিন্তু যারা পড়ে গিয়েছিলতারা শক্তিশালী হয়ে উঠে দাঁড়িয়েছে।
5. যাদের পেট ভরা ছিলতারা খাবারের জন্য এখন অন্যেরকাজ করছে;কিন্তু যাদের পেটে খিদে ছিলতাদের খিদে মিটে গেছে।যে বন্ধ্যা ছিল সে সাত সন্তানের মা হয়েছে,কিন্তু যার অনেক সন্তান সে এখন দুর্বল,সন্তানের জন্ম দিতে পারে না।
6. সদাপ্রভুই মারেন আর সদাপ্রভুই বাঁচান;তিনিই মৃতস্থানে নামানআর তিনিই সেখান থেকে তোলেন।
7. সদাপ্রভুই মানুষকে ধনী বা গরীব করেন;হ্যাঁ, তিনিই নীচু করেনআর তিনিই উঁচু করেন।
8. তিনি গরীবকে ধুলার মধ্য থেকে তোলেন,আর অভাবীকে তোলেনছাইয়ের গাদা থেকে।উঁচু পদের লোকদের সংগেতিনি তাদের বসতে দেন,আর দেন সম্মানের সিংহাসন;কারণ পৃথিবীর থামগুলো সদাপ্রভুরই,তিনি সেগুলোর উপরেজগতকে স্থাপন করেছেন।
9. তিনি তাঁর ভক্তদের উছোট খাওয়া থেকেরক্ষা করেন,কিন্তু দুষ্ট লোকেরা অন্ধকারে ধ্বংসহয়ে যায়;কারণ নিজের শক্তিতে কোন মানুষজয়ী হয় না।
10. সদাপ্রভুর শত্রুরা চুরমার হয়ে যাবে,তিনি আকাশে তাদের বিরুদ্ধেগর্জন করবেন;পৃথিবীর শেষ সীমা পর্যন্ততিনি লোকদের বিচার করবেন।তিনি তাঁর রাজাকে শক্তি দেবেনআর তাঁর অভিষেক করা লোককেজয়ী করবেন।”
11. এর পর ইল্কানা রামায় তাঁর নিজের বাড়ীতে ফিরে গেলেন, কিন্তু শমূয়েল পুরোহিত এলির অধীনে থেকে সদাপ্রভুর সেবা করতে লাগলেন।
12. এলির ছেলেরা ছিল ভীষণ দুষ্ট। সদাপ্রভুর প্রতি তাদের কোন মনোযোগ ছিল না।
13. পুরোহিত হিসাবে লোকদের সংগে তাদের ব্যবহার ছিল এই রকম: কোন লোকের পশু-উৎসর্গের মাংস যখন সিদ্ধ হতে থাকত তখন পুরোহিতের চাকর তিন কাঁটাযুক্ত একটা বড় চামচ নিয়ে আসত।