তিনি গরীবকে ধুলার মধ্য থেকে তোলেন,আর অভাবীকে তোলেনছাইয়ের গাদা থেকে।উঁচু পদের লোকদের সংগেতিনি তাদের বসতে দেন,আর দেন সম্মানের সিংহাসন;কারণ পৃথিবীর থামগুলো সদাপ্রভুরই,তিনি সেগুলোর উপরেজগতকে স্থাপন করেছেন।