9. তার নোংরামি তার কাপড়ে লেগে আছে;তার ভবিষ্যতের কথা সে চিন্তা করে নি।সে ভীষণভাবে পড়ে গেছে;তাকে সান্ত্বনা দেবার কেউ নেই।সে বলছে, “হে সদাপ্রভু, আমার কষ্ট দেখ,কারণ শত্রু জয়লাভ করেছে।”
10. শত্রু তার সব মূল্যবান জিনিসের উপর হাত দিয়েছে;দেবতা-পূজাকারী জাতিদের সে তার পবিত্র জায়গায় ঢুকতে দেখেছে।এরা সেই লোক যাদের তুমি তোমার সমাজে ঢুকতে নিষেধ করেছিলে।
11. তার সব লোকেরা কাত্রাতে কাত্রাতে খাবারের খোঁজ করছে;নিজেদের বাঁচিয়ে রাখবার জন্যতারা খাবারের বদলে তাদের মূল্যবান জিনিস দিয়ে দিয়েছে।যিরূশালেম বলছে, “হে সদাপ্রভু, তাকাও, ভেবে দেখ,আমাকে তুচ্ছ করা হয়েছে।
12. তোমরা যারা আমার পাশ দিয়ে যাওতোমাদের কি কিছুই যায়-আসে না?একটু ঘুরে তাকিয়ে দেখ।আমাকে যে যন্ত্রণা দেওয়া হয়েছেসেই রকম যন্ত্রণা কি আর কাউকে দেওয়া হয়েছে,যা সদাপ্রভু তাঁর জ্বলন্ত ক্রোধের দিনে আমাকে দিয়েছেন?
13. তিনি উপর থেকে আমার হাড়গোড়ের মধ্যে আগুন পাঠিয়েছেন।আমার পায়ের জন্য তিনি জাল বিছিয়েছেনএবং আমাকে পিছন ফিরতে বাধ্য করেছেন।তিনি আমাকে জনশূন্য করে দিয়েছেন,সারাদিন দুর্বল করে রেখেছেন।
14. আমার সব পাপ তিনি জোয়ালের মত বেঁধেছেন;তিনি হাত দিয়ে সেগুলো একসংগে বুনেছেন।সেগুলো আমার ঘাড়ের উপর দেওয়া হয়েছে;সদাপ্রভুই আমার শক্তিকে দুর্বল করেছেন।যাদের আমি বাধা দিতে পারি নাতাদের হাতেই তিনি আমাকে তুলে দিয়েছেন।
15. সদাপ্রভুই আমার মধ্যেকার সব যোদ্ধাদের বাতিল করেছেন;আমার যুবকদের গুঁড়িয়ে দেবার জন্যআমার বিরুদ্ধে একটা সময় ঠিক করেছেন।আংগুর মাড়াইয়ের গর্তে কুমারী কন্যা যিহূদাকেতিনি পায়ে মাড়িয়েছেন।
16. সেইজন্যই আমি কাঁদছি,আমার চোখ জলে ভেসে যাচ্ছে।আমাকে সান্ত্বনা দেবার জন্য আমার কাছে কেউ নেই,কেউ নেই যে আমার প্রাণ জুড়িয়ে দেয়।আমার ছেলেমেয়েরা একা হয়ে গেছে,কারণ শত্রু জয়ী হয়েছে।”
17. সিয়োন তার হাত বাড়িয়ে দিয়েছে,কিন্তু তাকে সান্ত্বনা দেবার কেউ নেই।সদাপ্রভু যাকোবের জন্য এই আদেশ দিয়েছেন যে,তার প্রতিবেশীরা তার শত্রু হবে।তাদের মধ্যে যিরূশালেম হয়েছে একটা অশুচি জিনিস।