বিলাপ 1:11 পবিত্র বাইবেল (SBCL)

তার সব লোকেরা কাত্‌রাতে কাত্‌রাতে খাবারের খোঁজ করছে;নিজেদের বাঁচিয়ে রাখবার জন্যতারা খাবারের বদলে তাদের মূল্যবান জিনিস দিয়ে দিয়েছে।যিরূশালেম বলছে, “হে সদাপ্রভু, তাকাও, ভেবে দেখ,আমাকে তুচ্ছ করা হয়েছে।

বিলাপ 1

বিলাপ 1:8-16