পরমগীত 4:10-15 পবিত্র বাইবেল (SBCL)

10. প্রিয়া আমার, কনে আমার,তোমার ভালবাসা কত আনন্দ দেয়!আংগুর-রসের চেয়ে তোমার ভালবাসা,আর সমস্ত মশলার চেয়ে তোমার সুগন্ধির সুন্দর গন্ধআরও কত না বেশী ভাল!

11. কনে আমার, তোমার ঠোঁট থেকেফোঁটা ফোঁটা মধু ঝরে।তোমার জিভের তলায় আছে দুধ আর মধু;তোমার কাপড়ের গন্ধ লেবাননের বনের গন্ধের মত।

12. প্রিয়া আমার, কনে আমার,তুমি যেন দেয়াল-ঘেরা একটা বাগান;তুমি যেন আট্‌কে রাখা ফোয়ারা, বন্ধ করে রাখা ঝরণা।

13. তুমি যেন সুন্দর একটা ডালিমের বাগান;সেখানে আছে ভাল ভাল ফল,মেহেদী আর সুগন্ধি লতা।

14. আছে জটামাংসী, জাফরান, বচ, দারচিনিআর সব রকম ধূপের গাছ;সেখানে আছে গন্ধরস, অগুরুআর সব চেয়ে ভাল নানা রকম সুগন্ধি মশলা।

15. তুমি যেন বাগানের ফোয়ারা,যেন উপ্‌চে পড়া জলের কূয়া,যেন লেবানন থেকে নেমে আসা স্রোত।

পরমগীত 4