সেই পালকীর খুঁটি রূপা দিয়ে তৈরী,তলাটা তৈরী সোনার,আসনটা তার বেগুনে রংয়ের;যিরূশালেমের মেয়েরা ভালবেসেতার ভিতরের অংশে কারুকাজ করে দিয়েছে।