গীতসংহিতা 73:21-25 পবিত্র বাইবেল (SBCL)

21. যখন আমার মন তেতো হয়ে উঠেছিলআর অন্তরে আঘাত লেগেছিল,

22. তখন আমি অসাড় ও অবুঝ হয়ে পড়েছিলামআর তোমার কাছে বুদ্ধিহীন পশুর সমান হয়েছিলাম।

23. তবুও আমি সব সময় তোমার সংগেই আছি;তুমিই আমার ডান হাত ধরে রেখেছ।

24. তোমার নির্দেশের মধ্য দিয়ে তুমি আমাকে চালাবে,আর শেষে তোমার মহিমার মধ্যে আমাকে গ্রহণ করবে।

25. স্বর্গে তুমিই আমার সব;তোমাকে পেয়ে পৃথিবীতেও আমার চাওয়ার আর কিছু নেই।

গীতসংহিতা 73