16. আমি যখন এ সব ব্যাপারে বুঝবার চেষ্টা করলামতখন আমার মনকে তা কষ্ট দিতে লাগল;
17. কিন্তু যখন আমি ঈশ্বরের পবিত্র জায়গায় গেলামতখন তাদের শেষ দশার কথা বুঝতে পারলাম।
18. তুমি সত্যিই তাদের পিছল জায়গায় রেখেছআর ধ্বংসের মধ্যে ফেলেছ।
19. কেমন হঠাৎ তারা ধ্বংস হয়ে যায়আর ভয় জাগানো বিপদের মধ্যে একেবারে শেষ হয়ে যায়।