7. গিলিয়দ আমার, মনঃশিও আমার;ইফ্রয়িম যেন আমার মাথার লোহার টুপী,আর যিহূদা আমার রাজদণ্ড।
8. মোয়াব আমার পা ধোওয়ার পাত্র;আমি ইদোমের উপরে আমার পায়ের জুতা ফেলব;আর পলেষ্টিয়া, আমার জন্য তুমি চিৎকার করে ওঠো।”
9. কে আমাকে ঐ শহরে নিয়ে যাবে যেখানে ঢোকা শক্ত?কে আমাকে পথ দেখিয়ে ইদোমে নিয়ে যাবে?
10. হে ঈশ্বর, তুমি কি আমাদের বাতিল কর নি?আমাদের সৈন্যদলের সংগে তুমি তো আর যাও না।
11. হে ঈশ্বর, শত্রুর বিরুদ্ধে তুমি আমাদের সাহায্য কর,কারণ মানুষের সাহায্যের তো কোন দাম নেই।