গীতসংহিতা 60:3-6 পবিত্র বাইবেল (SBCL)

3. তোমার লোকদের তুমি দুর্দিন দেখিয়েছ;তুমি আমাদের এমন আংগুর-রস খাইয়েছযার দরুন আমরা মাতালের মত হাঁটছি।

4. যারা তোমাকে ভক্তি করে তাদের তুমি একটা পতাকা দিয়েছ,যাতে তা তুলে ধরা যায় সত্যের পক্ষে। [সেলা]

5. তোমার শক্তিশালী হাত বাড়িয়ে আমাদের তুমি উদ্ধার কর;আমার ডাকে সাড়া দাওযেন তুমি যাদের ভালবাস তারা উদ্ধার পায়।

6. ঈশ্বর তাঁর পবিত্রতার নাম করে বলেছেন,“আমি আনন্দের সংগে শিখিম ভাগ করে দেব,সুক্কোতের উপত্যকার জায়গা জরীপ করে ভাগ করে দেব।

গীতসংহিতা 60