গীতসংহিতা 136:8-15 পবিত্র বাইবেল (SBCL)

8. তিনি দিনের উপর রাজত্ব করার জন্য সূর্য সৃষ্টি করেছেন;- তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী-

9. তিনি রাতের উপর রাজত্ব করার জন্যচাঁদ ও তারা সৃষ্টি করেছেন;- তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী।

10. যিনি মিসরীয়দের প্রথম সন্তানদের আঘাত করেছিলেনতাঁকে ধন্যবাদ দাও;- তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী-

11. যিনি তাদের মধ্য থেকে ইস্রায়েলীয়দের বের করে এনেছিলেনতাঁকে ধন্যবাদ দাও;- তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী-

12. তিনি কঠোর ও শক্তিশালী হাত দিয়েতাদের বের করে এনেছিলেন;- তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী।

13. যিনি লোহিত সাগরকে দু’ভাগ করেছিলেন তাঁকে ধন্যবাদ দাও;- তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী-

14. তিনি ইস্রায়েলীয়দের সাগরের মধ্য দিয়ে পার করে এনেছিলেন;- তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী-

15. কিন্তু ফরৌণ ও তাঁর সৈন্যদলকে তিনি লোহিত সাগরেফেলে দিয়েছিলেন;- তাঁর ভালবাসা চিরকাল স্থায়ী।

গীতসংহিতা 136