1-2. তারপর ইয়োব কথা বলতে আরম্ভ করে তাঁর জন্মের দিনটাকে অভিশাপ দিয়ে বললেন,
3. “আমার জন্মের দিনটা ধ্বংস হয়ে যাক,সেই রাতটা ধ্বংস হয়ে যাকযখন বলা হয়েছিল, ‘ছেলে হয়েছে।’
4. সেই দিনটা অন্ধকার হয়ে যাক;উপর থেকে ঈশ্বর যেন সেই দিনটার খবর না নেন;তার উপর কোন আলো না পড়ুক।
5. অন্ধকার আর ঘন ছায়া সেই দিনটাকে অধিকার করে নিক;মেঘ তাকে ঢেকে ফেলুক,আর গাঢ় অন্ধকার তাকে ভীষণ ভয় দেখাক।
6. ঘন অন্ধকার সেই রাতটাকে ধরে ফেলুক;বছরের দিনগুলোর মধ্যে ওটাকে গোণা না হোক,কিম্বা কোন মাসের মধ্যেও ওটা না থাকুক।