ঘন অন্ধকার সেই রাতটাকে ধরে ফেলুক;বছরের দিনগুলোর মধ্যে ওটাকে গোণা না হোক,কিম্বা কোন মাসের মধ্যেও ওটা না থাকুক।