14. এভাবে তিনি এহুদার সমস্ত লোকের হৃদয়কে এক জনের হৃদয়ের মত জয় করে নিলেন, তাতে তারা লোক পাঠিয়ে বাদশাহ্কে বললো, আপনি ও আপনার সকল গোলাম পুনরাগমন করুন।
15. পরে বাদশাহ্ প্রত্যাগমন করে জর্ডান পর্যন্ত আসলেন। আর এহুদার লোকেরা বাদশাহ্র সঙ্গে দেখা করতে ও তাঁকে জর্ডান পার করে আনতে গিল্গলে গেল।
16. তখন দাউদ বাদশাহ্র সঙ্গে দেখা করতে বহূরীম-নিবাসী গেরার পুত্র বিন্-ইয়ামীনীয় শিমিয়ি দ্রুত করে এহুদার লোকদের সঙ্গে এল।
17. আর বিন্ইয়ামীনীয় এক হাজার লোক তার সঙ্গে ছিল এবং তালুতের কুলের ভৃত্য সীবঃ ও তার পনের জন পুত্র ও বিশ জন গোলাম তার সঙ্গে ছিল, তারা বাদশাহ্র সাক্ষাতে পানি ভেঙে জর্ডান পার হল।
18. তখন তারা বাদশাহ্র পরিজনদের পার করতে ও তাঁর বাসনামত দায়িত্ব পালন করতে হেঁটে পার হওয়ার জায়গা দিয়ে নদী পার হল। বাদশাহ্র জর্ডান পার হবার সময়ে গেরার পুত্র শিমিয়ি বাদশাহ্র সম্মুখে উবুড় হয়ে পড়লো।
19. সে বাদশাহ্কে বললো, আমার প্রভু আমার অপরাধ গণনা করবেন না; যেদিন আমার মালিক বাদশাহ্ জেরুশালেম থেকে বের হন, সেদিন আপনার গোলাম আমি যে অপকর্ম করেছিলাম তা স্মরণে রাখবেন না, বাদশাহ্ কিছু মনে করবেন না।