তখন তারা বাদশাহ্র পরিজনদের পার করতে ও তাঁর বাসনামত দায়িত্ব পালন করতে হেঁটে পার হওয়ার জায়গা দিয়ে নদী পার হল। বাদশাহ্র জর্ডান পার হবার সময়ে গেরার পুত্র শিমিয়ি বাদশাহ্র সম্মুখে উবুড় হয়ে পড়লো।