২ শামুয়েল 1:19-21 কিতাবুল মোকাদ্দস (BACIB)

19. হে ইসরাইল, তোমার উচ্চস্থলীতে তোমার তেজ নিহত হল!হায়! বীরগণ ধ্বংস হলেন।

20. গাতে সংবাদ দিও না,অস্কিলোনের পথে প্রকাশ করো না;পাছে ফিলিস্তিনীদের কন্যারা আনন্দ করে,পাছে খৎনা-না-করানোদের কন্যারা উল্লাস করে।

21. হে গিল্‌বোয়ের পর্বতমালা,তোমাদের উপরে শিশির বা বৃষ্টি না পড়ুক,উপহারের ক্ষেত না থাকুক;কেননা সেখানে বীরদের ঢাল অশুদ্ধ হল,তালুতের ঢাল তেলে অভিষিক্ত হল না।

২ শামুয়েল 1