হে গিল্বোয়ের পর্বতমালা,তোমাদের উপরে শিশির বা বৃষ্টি না পড়ুক,উপহারের ক্ষেত না থাকুক;কেননা সেখানে বীরদের ঢাল অশুদ্ধ হল,তালুতের ঢাল তেলে অভিষিক্ত হল না।