10. তাতে আমি কাছে দাঁড়িয়ে তাঁকে হত্যা করলাম; কেননা পতনের পরে তিনি যে জীবিত থাকবেন না, এ নিশ্চয় বুঝতে পেরেছিলাম; আর তাঁর মাথায় যে মুকুট ও বাহুতে যে বলয় ছিল, তা নিয়ে এই স্থানে আমার মালিকের কাছে এসেছি।
11. তখন দাউদ তাঁর নিজের কাপড় ছিঁড়লেন এবং তাঁর সঙ্গীরাও সকলে তা-ই করলো।
12. আর তালুত, তাঁর পুত্র যোনাথন, মাবুদের লোকেরা ও ইসরাইলের কুল তলোয়ারের আঘাতে মারা যাওয়াতে তাঁদের বিষয়ে তাঁরা শোক ও মাতম করলেন এবং সন্ধ্যা পর্যন্ত রোজা রাখলেন।
13. পরে দাউদ ঐ সংবাদদাতা যুবককে বললেন, তুমি কোথাকার লোক? সে বললো, আমি এক জন প্রবাসীর পুত্র, আমালেকীয়।
14. দাউদ তাকে বললেন, মাবুদের অভিষিক্ত ব্যক্তিকে সংহার করার জন্য তোমার হাত তুলতে তুমি কেন ভয় পেলে না?
15. পরে দাউদ যুবকদের এক জনকে ডেকে হুকুম করলেন, তুমি কাছে গিয়ে একে আক্রমণ কর। তাতে সে তাকে আঘাত করলে সেই যুবক মারা গেল।
16. আর দাউদ তাকে বললেন, তোমার রক্তপাতের অপরাধ তোমার মাথায় অর্পিত হোক; কেননা তোমারই মুখ তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছে, তুমিই বলেছ, আমিই মাবুদের অভিষিক্ত ব্যক্তিকে হত্যা করেছি।
17. পরে দাউদ তালুতের ও তাঁর পুত্র যোনাথনের বিষয়ে বিলাপের এই গান গেয়ে মাতম করলেন;
18. এবং এহুদার সন্তানদেরকে এই ধনুর্গীত শিখাতে হুকুম দিলেন। দেখ, তা যাশের গ্রন্থে লেখা আছে।
19. হে ইসরাইল, তোমার উচ্চস্থলীতে তোমার তেজ নিহত হল!হায়! বীরগণ ধ্বংস হলেন।
20. গাতে সংবাদ দিও না,অস্কিলোনের পথে প্রকাশ করো না;পাছে ফিলিস্তিনীদের কন্যারা আনন্দ করে,পাছে খৎনা-না-করানোদের কন্যারা উল্লাস করে।
21. হে গিল্বোয়ের পর্বতমালা,তোমাদের উপরে শিশির বা বৃষ্টি না পড়ুক,উপহারের ক্ষেত না থাকুক;কেননা সেখানে বীরদের ঢাল অশুদ্ধ হল,তালুতের ঢাল তেলে অভিষিক্ত হল না।
22. নিহতদের রক্ত ও বীরদের চর্বি না পেলেযোনাথনের ধনুক ফিরে আসত না,তালুতের তলোয়ারও অমনি ফিরে আসত না।
23. তালুত ও যোনাথন জীবনকালে প্রিয় ও মনোহর ছিলেন,তাঁরা মরণেও বিচ্ছিন্ন হলেন না;তাঁরা ঈগলের চেয়ে বেগবান ছিলেন,সিংহের চেয়ে বলবান ছিলেন।