১ শামুয়েল 2:8-12 কিতাবুল মোকাদ্দস (BACIB)

8. তিনি ধূলি থেকে দীনহীনকে তোলেন,সারের ঢিবি থেকে দরিদ্রকে উঠান,কুলীনদের সঙ্গে বসিয়ে দেন,মহিমা-সিংহাসনের অধিকারী করেন।কেননা দুনিয়ার সমস্ত স্তম্ভ মাবুদের;তিনি সেই সবের উপরে দুনিয়া স্থাপন করেছেন।

9. তিনি তাঁর বিশ্বস্তদের চরণ রক্ষা করবেন,কিন্তু দুষ্টদেরকে অন্ধকারে স্তব্ধ করা হবে;কেননা শক্তিতে কোন মানুষ জয়ী হবে না।

10. মাবুদের সঙ্গে বিবাদকারীরা চুরমার হয়ে যাবে;তিনি বেহেশতে থেকে তাদের উপরে বজ্রনাদ করবেন;মাবুদ দুনিয়ার প্রান্ত পর্যন্ত শাসন করবেন,তিনি তাঁর বাদশাহ্‌কে বল দেবেন,তাঁর অভিষিক্ত ব্যক্তির মাথা উন্নত করবেন।

11. পরে ইল্‌কানা রামায় তাঁর বাড়িতে গেলেন। আর বালকটি আলী ইমামের সম্মুখে মাবুদের পরিচর্যা করতে লাগলেন।

12. আলীর দুই পুত্র পাষণ্ড ছিল, তারা মাবুদকে জানত না।

১ শামুয়েল 2