মাবুদের সঙ্গে বিবাদকারীরা চুরমার হয়ে যাবে;তিনি বেহেশতে থেকে তাদের উপরে বজ্রনাদ করবেন;মাবুদ দুনিয়ার প্রান্ত পর্যন্ত শাসন করবেন,তিনি তাঁর বাদশাহ্কে বল দেবেন,তাঁর অভিষিক্ত ব্যক্তির মাথা উন্নত করবেন।