১ বাদশাহ্‌নামা 1:49-53 কিতাবুল মোকাদ্দস (BACIB)

49. তখন আদোনিয়ের সঙ্গে যারা দাওয়াত পেয়েছিল তারা সকলে ভয় পেয়ে প্রত্যেকে উঠে যার যার পথে চলে গেল।

50. আর আদোনিয় সোলায়মানের ভয়ে ভীত হল এবং উঠে গিয়ে কোরবানগাহ্‌র শিং ধরে থাকলো।

51. পরে সোলায়মানের কাছে কেউ এই কথা বললো, দেখুন, আদোনিয় বাদশাহ্‌ সোলায়মানের ভয়ে ভীত হয়েছে, কেননা দেখুন, সে কোরবানগাহ্‌র শিং ধরে আছে এবং বলছে, বাদশাহ্‌ সোলায়মান তাঁর গোলামকে তলোয়ার দ্বারা হত্যা করবেন না, আমার কাছে আজ এই শপথ করুন।

52. তাতে সোলায়মান বললেন, যদি সে নিজেকে ভদ্রলোক দেখায়, তবে তার একটি কেশও ভূমিতে পড়বে না; কিন্তু যদি তার মধ্যে নাফরমানী পাওয়া যায়, তবে সে মারা পড়বে।

53. পরে বাদশাহ্‌ সোলায়মান লোক প্রেরণ করলে তারা তাকে কোরবানগাহ্‌ থেকে নামিয়ে আনলো; তাতে সে এসে বাদাশাহ্‌ সোলায়মানের সম্মুখে ভূমিতে উবুড় হয়ে সালাম করলো এবং সোলায়মান তাকে বললেন, তুমি তোমার ঘরে যাও।

১ বাদশাহ্‌নামা 1