১ বাদশাহ্‌নামা 1:51 কিতাবুল মোকাদ্দস (BACIB)

পরে সোলায়মানের কাছে কেউ এই কথা বললো, দেখুন, আদোনিয় বাদশাহ্‌ সোলায়মানের ভয়ে ভীত হয়েছে, কেননা দেখুন, সে কোরবানগাহ্‌র শিং ধরে আছে এবং বলছে, বাদশাহ্‌ সোলায়মান তাঁর গোলামকে তলোয়ার দ্বারা হত্যা করবেন না, আমার কাছে আজ এই শপথ করুন।

১ বাদশাহ্‌নামা 1

১ বাদশাহ্‌নামা 1:48-53