2. তোমার দেহ এমন গোলাকার পাত্রের মত,যাতে মিশানো আঙ্গুর-রসের অভাব নেই।তোমার কোমর এমন গমের আঁটির মত,যা লিলি ফুলের শ্রেণীতে শোভিত।
3. তোমার স্তনযুগল দুই হরিণের বাচ্চার মত,হরিণীর যমজ বাচ্চার মত।
4. তোমার গলদেশ হাতির দাঁতের উঁচু গৃহের মত;তোমার নয়নযুগল হিশ্বনের বৎ-রব্বীম ফটকের নিকটবর্তী পুস্করণীগুলোর মত;তোমার নাসিকা লেবাননের সেই উঁচু গৃহের মত,যা দামেস্কের দিকে মুখ করা।
5. তোমার দেহের উপর তোমার মাথা কর্মিল পর্বতের মত;তোমার মাথার কেশপাশ বেগুনী রংয়ের মত,তোমার কেশপাশে বাদশাহ্ বন্দী আছেন।
6. হে প্রেম, বিচিত্র আমোদের মধ্যে তুমি কেমন সুন্দরী ও মনোহারিণী!----
7. তোমার এই উচ্চতা খেজুর গাছের মত,তোমার কুচযুগ আঙ্গুরগুচ্ছস্বরূপ।