তোমার গলদেশ হাতির দাঁতের উঁচু গৃহের মত;তোমার নয়নযুগল হিশ্বনের বৎ-রব্বীম ফটকের নিকটবর্তী পুস্করণীগুলোর মত;তোমার নাসিকা লেবাননের সেই উঁচু গৃহের মত,যা দামেস্কের দিকে মুখ করা।