সোলায়মান 7:1-4 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. অয়ি রাজকন্যে! পাদুকায় তোমার চরণ কেমন শোভা পাচ্ছে!তোমার গোলাকার ঊরুদ্বয় সোনার হারস্বরূপ।নিপুণ শিল্পীর হাতে তৈরি সোনার হারস্বরূপ।

2. তোমার দেহ এমন গোলাকার পাত্রের মত,যাতে মিশানো আঙ্গুর-রসের অভাব নেই।তোমার কোমর এমন গমের আঁটির মত,যা লিলি ফুলের শ্রেণীতে শোভিত।

3. তোমার স্তনযুগল দুই হরিণের বাচ্চার মত,হরিণীর যমজ বাচ্চার মত।

4. তোমার গলদেশ হাতির দাঁতের উঁচু গৃহের মত;তোমার নয়নযুগল হিশ্‌বনের বৎ-রব্বীম ফটকের নিকটবর্তী পুস্করণীগুলোর মত;তোমার নাসিকা লেবাননের সেই উঁচু গৃহের মত,যা দামেস্কের দিকে মুখ করা।

সোলায়মান 7